I hate BUET...

বুয়েটে আসার পরে সবচেয়ে বেশি যেটা হইতে দেখতেসি, সেটা হইলো সিন্ডিকেট , কথায় কথায় সিন্ডিকেট।
পরীক্ষার রুটিন থেকে ক্লাস টেস্ট কবে হবে সব কিছুতে সিন্ডিকেট।
সিন্ডিকেট হইলো একটা দল, এরা নিজেদের সুবিধার জন্যে একতাবদ্ধ হয়ে অন্যায় একটা সিদ্ধান্ত অন্যদের উপরে চাপায়ে দেয়।
তাও ওইটুকুতে থাকলে হইত, ওন্ন কেউ নিজের মত প্রকাশ করলেও বাঘের মতো ঝাপায়ে পরে তার উপর সবাই।

এইযে ধরেন কয়দিন আগে পরীক্ষা হওয়ার কথা ছিল ।
এই পরীক্ষা ফেব্রুওারিতে শেষ হওয়ার কথা ঐটা শুরু হচ্ছে ফেব্রুওারিতে।
ঐযে বয়কট গ্যাং সিন্ডিকেট করসে।
সব মিলায়ে আমাদের ৪ বছরের জায়গায় এখন পাশ করতে লাগে ৬ বছর।

আর খালি ঐখানেই না।

বুয়েটে হলে খাবারের টাকাটা মাস ভিত্তিতে দেওয়া হয়, মোস্ট সিনিওর ব্যাচ এই মেস পরিচালনার তদারকি করেন।

অন্য হলে অন্য রকম হইতে পারে কিন্তু আহসানুল্লাহ তে এরা টাকা সরায়ে বাইক টাইক কিনে ফেলে। স্বাভাবিক কোন কথা বললেও ওদের গ্যাং হায়েনার মতো অ্যাটাক করে। প্রতি ব্যাচে আবার সিনিওর দের কিছু পোষা কুকুর থাকে। এরা ভবিষ্যতে চোর হবে, এইজন্যে ছোট থেকেই যারাই কোন মন্তব্য করে সিনিওর দের পক্ষে এরা গিয়ে তাকেই চেপে ধরে।

আজাইরা একটা কালচার।